Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রাপ্তির ধাপসমূহ

অনুসন্ধান করুন

# শিরোনাম ডাউনলোড
ই-হেলথ সেবা
ফ্রি মেডিকেল ক্যাম্প
ফ্রি মেডিকেল ক্যাম্প শাহরাস্তি উপজেলার টামটা (উঃ) ইউনিয়নের উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় এবং প্রাঃ বিদ্যালয় মাঠে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সেখানে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ মোট ২৫জন চিকিৎসক সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পযর্ন্ত মোট ১১৮১জন রোগীকে চিকিৎস
ফ্রি-মেডিকেল ক্যাম্প মতলব (দঃ) উপজেলার খাদের গাঁও ইউনিয়ন পরিষদে ১৬ সেপ্টেম্বর ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে ৭ জন চিকিৎসকসহ মোট ২০জন চিকিৎসক সকাল ৯টা থেকে বিকাল ৪টা পযন্ত মোট ১০২৭ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন এবং স্হানীয় ব্যবস্থাপনায় ১ লক্ষ
(5) মাঠ পর্যায়ে প্রদত্ত সেবা সমূহ ঃ প্রতিটি সাবেক ওয়ার্ড ৮টি ভাগে ভাগ করে ক১ – ক২, খ১ – খ২, গ১ – গ২, ঘ১ – ঘ২ নামে মোট ৮টি সাব ব্লক সৃষ্টি করে জনসাধারনের সতঃস্কোর্ত ইচ্ছায় ও কর্তৃপক্ষের মনোনয়নের প্রেক্ষিতে স্বাস্হ্য বিভাগের মাঠকর্মী HA দের নেতৃত্বে এবং পর
(4) বিশেষ সেবা ঃ DSF মাতৃ স্বাস্হ্য ভাউচার স্কীম ঃ মাতৃস্বাস্হ্য উন্নতি ও শিশু এবং মাতৃ মৃত্যু রোধ কল্পে বিশেষ সেবা জেলার শুধুমাত্র মতলব উত্তর উপজেলায় বিদ্যমান। দরিদ্র পরিবারের মহিলারা ১ম ও ২য় গর্ভকালীন সময় সেবা (ANC ও Delivery-1 PNC-1) কোন প্রতিষ্ঠানে স
(3) বিদ্যমান ধাপঃ ‌উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স (ইউএইচসি), পর্যায়ঃ ‌উপজেলা । সেবা সমূহঃ কমিউনিটি ও ইউনিয়ন পর্যায়ের যাবতীয় সেবা, জরুরী / জটিল রোগী ভর্তি ও চিকিৎসা, রেফার (প্রয়োজ্য ক্ষেত্রে), পরীক্ষা/(Investigation )রক্ত, মূত্র পরীক্ষা, এক্স-রে, ইসিজি। সেবা
(2) বিদ্যমান ধাপঃ ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউএইচএন্ডএফডব্লিওসি)ঃ পর্যায়ঃ ইউনিয়ন। সেবা সমূহঃ কমিউনিটি পর্যায়ে প্রদত্ত সেবাসমূহ এবং প্রয়োজনীয় ছোট খাট সার্জারী, দীর্ঘস্বাস্হী ও স্হায়ী পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক প্রসব সহ নিয়মিত মাতৃত্
(1) বিদ্যমান ধাপঃ কমিউনিটি ক্লিনিক সেবাঃ পর্যায়ঃ কমিউনিটিঃ সেবা সমূহঃ সীমিত নিরাময়মূলক সেবা, মাতৃত্বকালীন যত্ন/চেকআপ , ইপিআই (প্রতিরোধযোগ্য রোগের টিকা) , ডটস্ , স্বাস্হ্য শিক্ষা , পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ / অস্হায়ী পদ্ধতি সংশ্লিষ্ট উপকরণ