কিভাবে সেবা পাবেন :
১। সরাসরি সিভিল সার্জন অফিসে এসে ব্যক্তিগত ভাবে যোগাযোগের
মাধ্যমে
২। চিঠি পত্রের মাধ্যমে
৩। ই-মেইল-এর মাধ্যমে
৪। টেলিফোনের মাধ্যমে
৫। মোবাইল ফোনের মাধ্যমে।
জেলা পর্যায়ে :
(১) সিভিল সার্জনের কার্যালয়, চাঁদপুর - স্বাস্থ্য বিভাগের হেড অফিস : প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।
(২) বক্ষ ব্যাধি ক্লিনিক,- চাঁদপুর বর্হিবিভাগের মাধ্যমে আগত সন্দেহজনক ও প্রকৃত যক্ষা রোগীর সেবা প্রদান।
উপজেলা পর্যায়ে :
(১) সদর উপজেলা বাদে ৫০ শয্যা বিশিষ্ট ০৪ (চার) টি এবং ৩১ শয্যা বিশিস্ট ০৩(তিন) টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল আছে- যেখানে জরুরী, বর্হিবিভাগ ও অন্ত:বিভাগ-এর মাধ্যমে আগত রোগীদের সেবা প্রদান।
ইউনিয়ন পর্যায়ে :
(১) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (স্বাস্থ্য বিভাগ কর্তৃক পরিচালিত) ২০ (বিশ) টি (ইউএসসি)- বর্হিবিভাগের মাধ্যমে আগত রোগীর সেবা প্রদান।
(২) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক পরিচালিত) ৬৫(পয়ষট্টি) টি- বর্হিবিভাগের মাধ্যমে আগত রোগীর সেবা প্রদান।
ওয়ার্ড পর্যায়ে :
(১) কমিউনিটি ক্লিনিক মোট = ২১৮ (দুইশত আঠার টি চালু- আগত রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রদান এবং রোগী রেফার্ড কার্যক্রম পরিচালিত হয়।
(২) প্রতিটি পুরাতন ওয়ার্ড-এ ০৮ (আট) টি করে আউটরীচ সেশনের মাধ্যমে মা এবং শিশুদের ইপিআই টিকাদান কর্মসূচী পরিচালিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS